Spread the love

সাপ্তাহিক সেরা কবিতা
আলোর খোঁজে সাহিত্য নিয়ে(আ.খ.স.ন)
সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা ৪
কবিতার নামঃকাদম্বিনী  
কলমেঃআশিকুর রহমান রাসেল
তারিখঃ১৪/০১/২০২১ইং
✪✪✪✪✪
ভাঙা নৌকার ছেঁড়া পাল আমি
জানেরে অন্তর্যামী।
মনের মধ্যে খানে বৈঠা চালাই,
উজানে যে বাইতে গেলে
গুহীন গাঙে হয় যাওয়া
গহীন গাঙের মাঝে গেলে উঠালপাথাল ঢেউ।
কুলে না যাওয়ার আশায়
হাওয়াই হাওয়াই ঘোরাঘুরি করি।
আকাশ পানে  যে ভ্রমণ করি,
মেঘের সাথে প্রেম পরায়নে কথা বলি।
রৌদের সাথে খেলা করি
জপিত এই যে,রৌদ, মেঘ,বৃষ্টি আমার বন্ধু।
প্রবল ঢেউ এ মন মিশিয়ে দেয় সিন্ধু।
পক্ষী সেজে হাওয়াতে মজার খেলা,
এভাবেই যেনো কেটে যাই বেলা।