*** অনেক দূরের পথ *****
ইব্রাহিম সেখ, রাজারামপুর, মুর্শিদাবাদ(পঃব)
************************************
ধর্মের হাতুড়ি দিয়ে,হিংসার পেরেক টা–
আমুল বসিয়ে দিলে দেবতার বুকে!
মন্দিরে – মসজিদে কতো ঠুকলে মাথা
শূন্য ধর্মের ভাঁড়ার, মানপত্র অক্ষর হীন।
যারা স্বর্গের সনদ বিক্রির বাজার খুলেছে–
তারা স্বর্গের সিংহাসনে বসবে তো?
যারা নিজেরাই চিনেনা সরল রাস্তা –
তারা কাকে রাস্তা চেনাবে,ভাবি সারাক্ষণ!
যারা মানুষের মুক্তির জন্য এতো কিছু করছে
তারা কী পঞ্চ ইন্দ্রিয়ের বাঁধন হতে মুক্ত?
দেবতা কী চায় ভক্তের রক্তে পূজা হোক!
তবে কেন ধর্মের জন্য মানুষ হত্যা হয়!
পশুকে বলি দিলে না তো কোনদিন,
সযত্নে লালন পালন করলে চিরকাল।
স্রষ্টার সৃষ্টি কে করলে আরাধ্য উপাদান,
নকল ঈশ্বরের আরাধ্যে ঈশ্বর সাজলে?
উপাস্যের গুণে গুনান্বিত হলে না কিঞ্চিৎ
কি করে মিশে যাবে অনন্তের সাথে!
যে মোক্ষের অঙ্গিকার ব্যক্ত করেছিলে–
তার বিন্দু -বিসর্গ হলো না অর্জন।
ধর্মের নামে বিশ্ববাসী হয়েছে বদ্ধ মাতাল,
সাত্ত্বিক ধর্মীয় নীতি আজ হয়েছে বর্জন!!
রচনাকাল (৩ রা জ্যেষ্ঠ ১৪২৯ সাল)