তোমাকে
********
সায়ন গুপ্ত
***********
“স্রেফ রাহাজানি। মদিরা এ নদীর প্রাণ
পড়ন্ত মোহনার আলো জলসেধে মুহূর্তে উধাও”
সামনে সবুজের কল্লোল জানলার লেত্তিপথে অসিম “আমিত্ব”
ঘুরে বেড়ায় নক্ষত্রে নক্ষত্রে
মোহিত মহাজাগতিক ইশারায়।
এই সব কাজে ঘোরাফেরা হৃদয় দেউলে মজ্জায় বাজা গান ছাড়া কিছু নয়।
কতটা মদিরা নাকি নদীর উচ্ছাস তোমার বুকে?
তুমি তো আমার প্রাণের সপ্ত ভেলা
তোমাতে শুয়ে আছে বেহুলার গল্পের আগে থেকে..
………………………………………..
লেখক/কবি পরিচিতি :
সায়ন গুপ্ত বর্তমানে মেডিকেল ল্যাব টেকনোলজির ছাত্র।লেখা প্রথম ছাপা অক্ষরে প্রকাশ পায় “কিশোর বিজ্ঞানী” পত্রিকায় এছাড়া ধারাবাহিক ভাবে লিখেছেন আলোক বর্তিকা পত্রিকা সহ ,উন্মেষ, মেসবাড়ি সহ একাধিক পত্রিকায়।”বারান্দা” পত্রিকার কার্যকরী সম্পাদকের দায়িত্বে যুক্ত ছিলেন।বর্তমানে “পাথর গলা জল” কবিতা সংকলনের কাজে যুক্ত আছেন। ভালো লাগে বামপন্থী সাহিত্য নিবন্ধ পত্রিকা পড়তে পড়াতে