মৌনতার মুখরতা
শেখ আব্বাস উদ্দিন
স্তব্ধ এক পাহাড়ের পড়শী এক বেগবতী নদী
সে আপন পথে আপন খেয়ালে চলে
শুধু দেখা হওয়ার কালে
কিছু কথা হয় তাদের; প্রেমের কথা,
ভেঙে যাওয়া সম্পর্কের কথা, হতাশার কথা,
উল্লাস ছিল না খুব একটা
জরুরী কিছু প্রয়োজনের। অমোঘ কিছু ক্ষরনের কথা।
কখনো কখনো
স্তব্ধ পাহাড় সিরিয়াস হয়ে যেত আর
নদী বদলে যেত কবিতায়।
পাহাড়ের রঙ হতো পলাশ ফুলের লাল
নদী নীল অপরাজিতা…
এক এক সময় বদলে যেতে থাকে নদী
এক এক সময় বদলে যেত পাহাড়,
নদী উচ্ছল হয় পাহাড়ের কবিতা শুনে
সেও কণ্ঠ ছেড়ে গেয়ে ওঠে জীবনের গান
প্রাণবন্ত চঞ্চল।
স্রোতের আস্তরণে ঢাকা সেই গান একদিন
প্রাণের গান হয়ে ওঠে
জেগে ওঠে ক্লান্ত জনপদ, আড়মোড়া ভেঙে;
তারপর সে আহ্বান সে শিহরণ
সবুজ পাখির চঞ্চুতে রটে গেলে দুনিয়া জুড়ে
পৃথিবী একটা প্রাণের দেশ হয়ে ওঠে।
বি:দ্র:
অনলাইন কাব্যপট পত্রিকার জন্য ছবি ও লেখক পরিচিতি সহ লেখা পাঠাবেন নিচের দেওয়া ঠিকানায় :
[email protected]
WP- +918100481677
Leave a Reply