• Mon. Jun 5th, 2023
Spread the love

কলমসৈনিকগণের প্রতি :
মুদ্রিত কাব্যপট পত্রিকা যেহেতু বেশি চাপ সেহেতু ধীর গতিতে চললেও অনলাইন কাব্যপট পত্রিকা kabyapot.com আন্তর্জাতিকতা বজায় রেখেছে। আজকের ডিজিটাল জমানায় অনলাইন পত্রিকা একটা বড় সুবিধা করে দিয়েছে। বিশ্বের যে কোনও প্রান্তে বসে নিমেষে হাতের মুঠোয় এবং চোখের সামনে ভেসে উঠবে। উঁয়ে খাবে না পোকায় কাটবে না আলমারিও লাগবে না। লাগবে একটা পেল্লায় মোবাইল ফোন সঙ্গে রিচার্জের ব্যবস্থা। আমরা কখনোই বলছি না “প্রথম অনলাইন বাংলা সাহিত্য পত্রিকা” তবে তিন বছর পূর্তি হতে আর বেশি দেরি নেই। আমরা যখন শুরু করেছিলাম সে সময় লকডাউন ছিল না। কারণ ছিল একটাই তা হল প্রত্যেকদিন দু-একটা করে লেখার পর সেগুলো প্রকাশ করবো কোথায় ¡ লেখা প্রকাশে ছোট পত্রিকা টাকার দাবি করে এবং সে অংকটাও কম নয়। তবে কী আমার লেখা আবার কোন বন্যা এসে ভাসিয়ে নিয়ে যাবে ¡ যেমন নিয়ে ছিল দুহাজার সালের বন্যায় অনেক খাতা ভর্তি ছিল গল্প আর গল্প অবশ্যই আমার কবিতা ছড়ার মতো শিশুপাঠ্য। হঠাৎ 29 শে সেপ্টেম্বর 2019 সিদ্ধান্ত নিয়ে আত্মপ্রকাশ হয় আজকের অনলাইন কাব্যপট পত্রিকা। এই অনলাইন পত্রিকা যেহেতু আপনাদের জন্যে সেহেতু নিজের লেখা খুব কম প্রকাশ করে থাকি। অনলাইন হোক কিংবা মুদ্রিত বা অফলাইন টাকা লাগে সব ক্ষেত্রে। এই সব কৃচ্ছ্রসাধন আপনাদের লেখককগণের জন্য। আমি ব্যক্তিগতভাবে অনেক খারাপ হতে পারি কিন্তু সাহিত্য পত্রিকা কোন দোষ করেনি । সেতো নিষ্পাপ শিশুসুলভ। তাই সাহিত্যকে ভালোবাসুন এবং পত্রিকার সঙ্গে থাকুন।
ইতি বিনীত
সম্পাদক
শ্যামল মণ্ডল
কাব্যপট পত্রিকা
Kabyapot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *