।। মায়ের ভাষা ।।
✍️মো: আশরাফুল ইসলাম✍️
——————–
সোনালী সকালে, কোলাহল নিধর-নিরাবতা পেরিয়ে হিংস্র হায়েনার তান্ডবে;
লন্ড-ভন্ড হল ভাষার দাবিতে সালাম, রফিক, জব্বার।
মুখে শেখা মায়ের ভাষা কতই না মধুর,
শুনতে ভালই লাগে প্রাণ থেকে প্রানান্তরে।
জানতে চাই মাগো তোমার ভাষা, বুঝতে শিখব মোরা মায়ের ভাষা;
তা যদি হয় বাংলা ভাষা, দোষ কী বল? প্রাণ উৎসর্গে।
আলো আঁধার এ ধরাতে, থাকতে চাই না কেউ পরাধীন;
তাই বাঙালি মায়ের দামাল ছেলেরা দিয়েছে প্রাণ ভাষা রক্ষার্থে।
দেখ!, দেখ!!, দেখ!!! মা, কে যেন আসছে আমাদের হটাতে;
এগিয়ে যাও শুধু এগিয়ে যাও, হয়না কখনও পিছপা।
ভাষা সৈনিকেরা হয়তো বলতে চেয়েছিল মা!, মা!!, মাগো;
আমার এসেছি তোমার মুখের ভাষাকে জয় করে।
হারাব না কখনও মায়ের ভাষা,
বলব না মোরা, পরের মুখের দুর্বোধ্য ভাষায় মনের কথা।