Spread the love

সেই ছেলেটাই বঙ্গবন্ধু
কলমে- আবু সাঈদ

****************,,
কে ভাবিতো টুঙ্গিপাড়ার
ছোট্ট ছেলের কথা
দিনে দিনে বড় হয়ে
হবে বিশ্ব নেতা?
কথা যেন যাদুর কাঠি
সবাই মুগ্ধ হবে,
স্বপ্নবাজী সেই ছেলেটাই
হৃদয় জুড়ে রবে।
তারুণ্যেতে যেই ছেলেটা
লড়াই করতে নামে
দেশ জনতার ন্যায় অধিকার
আদায়ের সংগ্রামে।
কে জানিতো গড়বেন তিনি
স্বাধীন জনতা,
মুগ্ধ হবে মানুষ প্রীতি
মাটির মমতা।
কে জানিতো সেই ছেলেটি
হবে মমের মতো?
নিজে জ্বলে অন্ধকারটা
করবে আলোকিত!
কে জানিতো সেই ছেলেটির
অগ্নিঝরা ভাষণ,
বদলে দেবে পূর্ব বাংলা
দূর করিবে শোষণ।
কে ভাবিতো সেই ছেলেটি
করবে বিশ্ব জয়
শহীদ হয়েও বেঁচে রবে
হবেনা তার ক্ষয়।
কে ভাবিতো তার পদ্ ধূলায়
ধন্য হবে মাটি,
নিজের হাতে গড়বেন তিনি
মুজিব নামের ঘাটি।
যেই ছেলেটির রাজ চাষনে
মাটি হলো সজীব,
সেই ছেলেটিই বঙ্গবন্ধু
প্রাণের শেখ মুজিব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
প্রতি ভাঁজে ভাঁজে
মিশে আছে পরম মায়ায়
বাংলা মাটির মাঝে।
খাঁচা থেকে মুক্ত করা
যার অসীম অবদান,
তিনিই হলেন বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
ঊনিশ শত বিশে জন্ম
পঁচাত্তরে হয় শেষ,
তাঁর কারণে স্বাধীন পেলাম
সোনার বাংলাদেশ।
যার কারণে স্বাধীন পেলাম
মাটির মায়ার সিন্ধু,
তিনিই হলেন জাতির পিতা
প্রাণের বঙ্গবন্ধু।

Contact for Advertisers, Readers and Writers : email: info@kabyapot.com Whatsapp: 8240042145