প্রাণ বায়ু
সত্যেন্দ্রনাথ পাইন।
আমাকে বেঁধে রাখতে পারবে না কেউ।
প্রয়োজনে আসব—-
কেউ আসুক না আসুক।
বাড়ির ছাদে, শোবার ঘরে, বাথরুমে, রান্নাঘরে
গাছের ভীড়ে, নদীর জলে, গভীর সমুদ্রে
শূন্যে আকাশে সর্বত্র আমার বিচরণে।
তোমাদের নিঃশ্বাসে, প্রশ্বাসেও আমি।
যখন সময় হবে যাবার
কোনো মায়াই আটকাতে পারবে না কখনও
নিপুণ কারিগর বিশ্বকর্মাও যদি
লোহার খাঁচায় বন্দী করে
কিংবা কেউ যদি ঠান্ডা ঘরে
কাঁচের আবরণে ঢেকে
রেখে দেয় সূচীভেদ্য অন্ধকারে চিরর্দিন
তবুও যাবই আমি সব ছিন্ন করে
যখন সময় হবে ।।