Spread the love

শিরোনাম- বাগদেবীর আরাধনায়।
কলমে-সুরজিৎ কোলে।

তুমি মা বিদ্যার দেবী , মাগো দাও আমাদের চেতনা,
তোমার আশীষে দূরীভূত হোক, জমে থাকা যত বেদনা।
রাত জেগে প্যান্ডেল করি সবে,কেবল তোমারই প্রতীক্ষায়,
প্রকৃত মানুষ যেন হতে পারি মা, তোমার দেওয়া শিক্ষায়।
জীবনের প্রতিটি পরীক্ষায়,যেন করতে পারি পাশ,
যেন নিজের হাতে রাখতে পারি,নিজের মনের রাশ।
বিদ্যা,বুদ্ধি জ্ঞানের বর মাগো, চাইছি তোমার কাছে,
ঝুলি মোর পূর্ণ করো মা, তোমার কাছে যা আছে।
কৃপা করো মা জগৎ মানবে, জ্ঞানের আলো জ্বেলে,
জীবনকে করবো নিয়োজিত, দেশের মঙ্গলে।
তোমার আশীষে সারাজীবন যেন চলতে থাকে কলম,
শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে, ধন্য হোক এই জনম।
তাইতো মা আজ তোমার কাছে, এই আমার মিনতি,
ছড়িয়ে দাও মা মহাবিশ্বে, তোমার জ্ঞানের জ্যোতি।
শিক্ষার আলো বিকশিত হোক, এটাই মোদের ইচ্ছা,
সকলকে জানাই সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা।
*************************

আরওপড়ুন:রাজকুমার নতুন ইংরেজী বছরের প্রথমদিনে বই এর পাণ্ডুলিপি তুলে দিলেন দীপলবাবুর হাতে * নিজস্ব সংবাদদাতা ধানবাদ sp;

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact for Advertisers, Readers and Writers : email: info@kabyapot.com Whatsapp: 8240042145