রাজকুমার নতুন ইংরেজী বছরের প্রথমদিনে বই এর পাণ্ডুলিপি তুলে দিলেন দীপলবাবুর হাতে
***************
নিজস্ব সংবাদদাতা ধানবাদ
———–
যেখানে আজকের দিনটিতে সবাই পিকনিকে ব্যস্ত সেখানে রাজকুমারের চিন্তাভাবনা অন্যরকম। তিনি একজন বিশিষ্ট মানুষের কথা লিখে তাঁর হাতেই পাণ্ডুলিপি তুলে দিলেন ধানবাদের সূর্যডিহ আশ্রম চত্বরে মানুষদের মাঝে।ভাষাসংগ্রামীর এ হেন কাজকে সকলেই সাধুবাদ জানাচ্ছেন।রাজকুমার সরকার প্রেসকে জানাচ্ছেন বইটি তিনি একদিনেই লিখে ফেলেছেন। পাঠকমহলে বইটি দাগ কাটবে বলে তিনি অভিমত প্রকাশ করেছেন।
শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর যাঁর নাম রেখেছিলেন দীপল ;সেই দীপলবাবুকে নিয়ে একটি বই করছেন ভাষা সংগ্রামী রাজকুমার সরকার।
বইটির নাম-দীপল কুমার মাহাতো: আধ্যাত্মিক জীবন ও সেবা ভাবনা
সম্পাদক: রাজকুমার সরকার।
দীপলবাবু সরাইকেলা- খরসাঁওয়া জেলার হারুডি, চাণ্ডিল এর বাসিন্দা।প্রেসকে রাজকুমার সরকার জানান– আমরা কবিতা,গল্প, উপন্যাসের সাথে সাথে ঝাড়খণ্ড সহ দেশের বিশিষ্ট কিছু মানুষদের কথা তুলে ধরতে চাই বাঙালি পাঠকমহলে।
দীপলবাবুর মত মানুষদের কথা অনেকের কাছে অজানা।একদিন একঝলক দেখেই তাঁর বিশাল কর্মকাণ্ডের কথা জেনে ফেলেছি তিনি আধ্যাত্মিক পুরুষ এবং একজন সমাজ সেবক মানুষ। এই ভালো মানুষটিকে নিয়ে চারফর্মার একটি সুদৃশ্য পাটা বাঁধা বই হচ্ছে ঝাড়খণ্ডের সুতপা প্রকাশনী থেকে।আজ তিনি বইটির পাণ্ডুলিপি পড়ে দেখার জন্য দীপলবাবুর হাতে সূর্যডিহ আশ্রমে অনেক গুণীজনের মাঝে তুলে দিলেন।
[…] &nbরাজকুমার নতুন ইংরেজী বছরের প্রথমদিনে…sp; […]