পঁচিশে বৈশাখ
কবি ষষ্ঠী কুমার দাস
“”””””””””””””””””””””
আজি পঁচিশে বৈশাখ রবীন্দ্র জন্ম- জয়ন্তী
বিশ্বকবি গুরুর জনম দিন ফুল মালায় প্রণামে শোধি ঋণ
শান্তিনিকেতন তৈরি সর্বাঙ্গীন গীতাঞ্জলিতে অঞ্জলি আকিঞ্চণ
শান্তিনিকেতনে পেলে শান্তি, শহুরে অশান্তি।
প্রিয় তোমার রবীন্দ্রগীতি গাহি দিবারাতি
বাঁচাতে সংস্কৃতি জাতি সহিষ্ণু সংহতি।
আজি পঁচিশে বৈশাখ রবীন্দ্র জন্ম- জয়ন্তী
চেনালে ভারতকে বিশ্বমাঝে পূজিত লেখনীর ধারে সমাজে।
জালিয়ানোয়ালাবাগ হত্যাকান্ডে ত্যাজ নাইট উপাধি, ঠিক বুঝে!
হে বিশ্বকবি আপনি মোদের গর্ব প্রশান্তি।
=====================
“কাব্যশ্রী” ধারার কবিতার গঠণ শৈলীর বৈশিষ্ট্য গুলো হল-
১) কাব্যশ্রী ধারার কবিতার গঠনশৈলী ভীষণ আকর্ষণীয় ও দর্শনীয়, নামকরণের সার্থকতা এখানেই নিহিত আছে।
২) কাব্যশ্রী ধারায় স্তবক সংখ্যা হল তিনটি:
ক) প্রথম স্তবকে ১ম পঙক্তি ১৬ মাত্রার। ২য় ও ৩য় পঙক্তি ১২+১২= ২৪ এই লাইন দু’টি প্রথম অন্ত্যমিল যুক্ত পঙক্তির নিচে পাশাপাশি বসেছে; তার ঠিক নিচেই ৪র্থ ও ৫ম অন্ত্যমিল যুক্ত পঙক্তি বসে। এবং তার নিচে ৬ষ্ঠ পঙক্তি ১৬ মাত্রার ১ম পঙক্তির সঙ্গে অন্ত্যমিল যুক্ত এই প্রথম স্তবক গঠিত হয়। মোট মাত্রা {(১৬x২)+(১২x৪)}= সংখ্যা ৮০।
এই প্রথম স্তবকের লক্ষ্য কবির নজরে দৃশ্যে কুসংস্কার, সমস্যা, ও প্রাকৃতিক দুর্যোগ, সৌন্দর্য, ঘাত-প্রতিঘাত সুকৌশলে পাঠকের মনে চিত্রাংকন করা, সুনিপুণভাবে তুলে ধরে পাঠক হৃদয়কে ভাবিয়ে তোলা।
খ) দ্বিতীয় স্তবকে উপর নিচে দুটি ১৬ ও ১৬ মোট ৩২ মাত্রার অন্ত্যমিল যুক্ত পঙক্তি হয়।
এখানে ১ম স্তবকের ঘটনাটি আলোচনা, পর্যালোচনা, ব্যাখানে পাঠক হৃদয় উদ্বেলিত বা তাড়িত করে আবেগে আপ্লুত করা হয়।
গ) তৃতীয় স্তবকের গঠনশৈলী ১ম স্তবকের মতোই ও মাত্রা অন্ত্যমিল একই। মোট মাত্রার সংখ্যা ৮০।
এখানে কবি সুকৌশলে ১ম স্তবকের প্রেক্ষাপটে একটি পথ প্রদর্শন বা দিকনির্দেশনা করবেন বা পাঠক মনকে অনুসন্ধানে উদ্বুদ্ধ করবেন। কবি বুদ্ধিজীবী হিসেবে সামাজিক দায়-দায়িত্ব পালন করে সাহিত্যিক কর্ত্তব্য পালন করবেন।
৩) কাব্যশ্রী ধারার কবিতায় পংক্তি সংখ্যা- চৌদ্দ। এই কবিতার বর্ণবৃত্ত গণনায় সর্বমোট মাত্রার সংখ্যা- {(১৬×৬)+(১২×৮)}= ১৯২
৪) পর্ব বিভাজন বিভিন্ন আছে। কবির শব্দের প্রয়োগের উপর নির্ভরশীল।
৫) ছন্দবদ্ধ অন্ত্যমিল কবিতার কারণে তাল মিল ঠাট এই সবরের উপর বিশেষ জোড় থাকে। গান হিসেবে গায়তে গায়কের ও গীতিকারে সুরারপে বিশেষ সুবিধা হবে।
বাংলা সাহিত্য আঙ্গিনায় সংযোজিত হল নবধারা
“কাব্যশ্রী”। আপনার কলমে গতিতে প্রগতির ধারায় বাংলা সাহিত্যে স্বমহিমায় প্রতিষ্ঠিত হোক “কাব্যশ্রী” এই শুভকামনা রইলো। ধন্যবাদ।
=======================
কবি সাহিত্যিক পরিচিতি:
নাম – ষষ্ঠী কুমার দাস (Sasti Kumar Das)
পিতা- নগেন্দ্রনাথ দাস
মাতা- সনেকা দাস
জন্ম- তারিখ-১৬/০২/১৯৭৩
জন্মস্থান- গাঙ্গিন
প্রকাশিত কাব্যগ্রন্থ সমূহ:
১) কৃষ্টি দৃষ্টি [প্রকাশ-২৩/১/২০১৮; যূথিকা সাহিত্য প্রকাশনী; ISBN:978-93-5300-056-1; মূল্য-১২০/-; পাতা-৮২]
২) বাংলা সাহিত্য আঙ্গিনায় “তানকা’ ও ‘হাইরুবা”; যূথিকা সাহিত্য প্রকাশনী-ISSB: 2581-7485; ISBN:978-81-938794-7-4;
৩) বাংলা সাহিত্য আঙ্গিনায় “লিমেরিক”; যূথিকা সাহিত্য প্রকাশনী-ISSB: 2581-7485; ISBN:978-81-938794-8-1;
৪) বাংলা সাহিত্য আঙ্গিনায় “হাইকু’ ও ‘শব্দলীলা”; যূথিকা সাহিত্য প্রকাশনী-ISSB: 2581-7485; ISBN:978-81-938794-9-8;
৫) পরাগরেণু পরমাণু [প্রকাশ-২১/৩/২০২১; যূথিকা সাহিত্য প্রকাশনি; JSPB NO:PB-175; মূল্য- ৫০/-; পাতা-৬৪]
নিজস্ব সৃষ্টি কাব্যঘরানা বা ধারা:
কাব্যশ্রী, হাইরুবা, শব্দলীলা, হিতৈষী, বিবেকী।
প্রাপ্তি সন্মাননা:
নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মৃতি সম্মাননা, আনন্দ পুরুস্কার।
প্রাপ্তি উপাধি:
কাব্যশ্রী, কাব্য সুধাকর, পরমাণু কাব্য সারথি।
সম্পাদনা :
শ্রদ্ধাঞ্জলি পত্রিকা।
শিক্ষাগত যোগ্যতা:
প্রাক-প্রাথমিক ( মাহিনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয় )
প্রাথমিক ( ঘোড়াপাখিয়াগাঙ্গিন বিদ্যালয় )
মাধ্যমিক ( বাঙ্গাবাড়ি হাইস্কুল )
বানিজ্য ( উচ্চমাধ্যমিক, জঙ্গিপুর কলেজ )
স্নাতক ( কলা বিভাগ , জঙ্গিপুর কলেজ ,কলকাতা )
প্রশিক্ষিত :
ইলেক্ট্রোনিক্স ও ইলেক্ট্রিক্যাল এবং টাইপ ও কম্পিউটার ডিপলোমা ।
ব্রতচারী ( সূর্য সংঘ, গুরুসদয় ফাউন্ডেশন )
প্রাথমিক চিকিৎসা ( রেডক্রস সোসাইটি )
ফুটবল কোচ ( সুতি-১ ব্লক, পশ্চিমবঙ্গ সরকার )
বিশেষ প্রশিক্ষিত ভলেন্টিয়ার [ ( ITVS by The SSB) ভারত সরকার ]
কৃষি কাজ ( সুতি-১ ব্লক , মুর্শিদাবাদ , পশ্চিমবঙ্গ সরকার )
জীবন বীমা ( TATA AIG জীবন বীমা গ্রুপ )
কবি সাহিত্যিক সম্পাদক মহাশয়ের শখ :
ক) অনলাইন শখ : ১) হোয়াট গ্রুপ “সাহিত্য সাস্কৃতি চর্চা” ও ২) ফেসবুক পেজ: “শ্রদ্ধাঞ্জলি পত্রিকা” পেজ ও “গাঙ্গিন বইমেলা” পেজ পরিচালনা ৩) ফেসবুক, ব্লগ, উইকিপিডিয়ায় লেখালেখি ও উইটুব চ্যানেল পরিচালনা।
খ) অফলাইন শখ : শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা , শিক্ষাদান , সাংবাদিকতা , সম্পাদনা , সভা-সঞ্চালনা , শব্দ তৈরির কলাকৌশল ও আঞ্চলিকভাষা নিয়ে নিজ প্রচেষ্টায় গবেষণা , কবিতার বিভিন্ন ধারা বা ঘরানা সৃষ্টি , বৃক্ষরোপণ , খেলাধুলা।
পেশা :
অসংগঠিত শ্রমিক, লোকশিল্পী ও নিজস্ব ব্যবসা।
ই-মেল: sastikumardas15@gmail.com
======================================