Spread the love

স্বপ্ন ছড়া এ মন গড়া
কবি সুশান্ত পাড়ুই

——-//———
আতা গাছের তোতা রা সব
ভীষণ বোকা যে
হুলো বিড়াল নেই আজকাল
কোমর বাঁধবে কে??

ক্ষীর নদীতে ধীর জল তার
হাজার পানায় ঠাসা
নেই তো কোলা দু-গাল ফোলা
মাছ চিল নেই খাসা ।

কাঠবিড়ালি মন হারালি
পেয়ারা কোথায় জোটে
জ্যান্ত সে সাপ খ্যান্ত এখন
সাপুড়ে নেই মোটে।

বোয়াল মাছের চোয়াল বাঁকা
ভোঁদড় নাচা বন্ধ
খুকুর নাচন হয় কদাচন
টিয়ের কপাল মন্দ।

হাঁটু জলের ছোট নদী
কাশবনে ফুল কালি
দুই ধার তার উঁচু নেই আর
চিকচিকে নেই বালি ।

নেই ফেলুদা হাঁদা-ভোঁদা
বাঁটুল-দি-গ্রেট চাল
গল্পগাথার অল্প কথায়
ডায়ানা-বেতাল।

রূপকথা রাত বাড়ায় দু-হাত
স্বপ্ন ছড়া খেলি
লাটাই ঘুড়ি চাটাই পাতা
চিত্তে সদাই মেলি।
———//———-