Spread the love

কবিতা —সাবধান গণশত্রু
কলমে —✒️সুশান্ত পাড়ুই ✒️

—————//—————-

“তিন ভুবনের পারে” —
যেথা, “গণশত্রু” রা “অপুর সংসার” কে ভেঙে
ছারখার করতে চায়, সেথা
“জয় বাবা ফেলুনাথ” বলেই কি “ঘরে বাইরে”
“চারুলতা” দের রক্ষা করতে পারবেন আপনি??
“কোনি” কে “দেবী” র পর্যায়ে “উত্তরণ” করতে
” অপরাজিত” শিক্ষকের মতো “পদক্ষেপ” নিয়ে
আজ তুমি “প্রাক্তন”।
ক্ষিদ্দা, তোমায় আমরা ভুলবো না।
তোমার ফেলে যাওয়া “সংসার সীমান্তে”
অকাল “বসন্ত বিলাপ” করবো না
বরং তোমার দেখানো পথে
এই ধর্মান্ধ “হীরক রাজার দেশে”
“চেনা অচেনা” র ভিড় থেকে
“গণশত্রু” রা “শাখা-প্রশাখা”বিস্তার করার আগেই
ভেঙে দেবো তাদের “সোনার কেল্লা”।
“অতল জলের আহ্বানে”
তোমার সাধের “বসু পরিবার” কে
“নৌকাডুবি” তে সলিল সমাধি হতে দেব না।

তুমি তিন টেক্কা তে হারনি
হেরেছি আমরা।
তোমার কলমের রক্ত ঝরানো আলো উত্তাপে
কপটের ছদ্মবেশ আমরা ছিঁড়বোই।
আজীবন অমেরুদন্ডী রা নির্লজ্জ থেকে যাক,
তাতে ক্ষতি কি?

মেরুদন্ড সোজা রেখে যেন বলতে পারি—
ফাইট— কোনি, ফাইট।
সত্যিকারের রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে
খেটেখাওয়া মেহনতী মানুষের প্রতিনিধি হয়ে
যেন বলতে পারি —
“দড়ি ধরে মারো টান
রাজা হবে খান খান”।

যেন বলতে পারি—
“লড়াইটা
জাত নিয়ে নয়
ভাত নিয়ে হোক ।
লড়াইটা
অস্ত্র নিয়ে নয়
বস্ত্র নিয়ে হোক।
লড়াইটা
শ্মশান কিংবা গোরস্থান নিয়ে নয়
লড়াইটা
বাসস্থান নিয়ে হোক।”
————————//———————-
🙏🏻সুশান্ত পাড়ুই 🙏🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *