Spread the love

*কবিতা —সুশান্ত আজ তোমার দ্বারে* 

*কলমে —✍️সুশান্ত পাড়ুই* 

—————————————–;;;;

———————–//———————

মৃত্যু যদি আমায় ডাকে

বলব তাকে দাঁড়াও ভাই—

আমার উপর অনেক যে দায় 

মরার জন্য সময় নাই।

কল্পলোকের অল্প কথায় 

রূপকথা রা ডাকছে রোজ 

ফুল পাখি আর প্রজাপতি

রাখছে আমার নিত্য খোঁজ। 

কবিতা বা ছড়ার খাতায় 

উঠছে যখন কালির ঢেউ 

আমি কি আর লিখছি তখন 

লিখিয়ে নিচ্ছে অন্য কেউ। 

কেউ বা বলে টুকলি করা 

আড়ালে কয় বিষ্ঠা-বাক 

আমি বলি —বেশ করেছি, 

রবি-নজরুল মাথায় থাক্। 

অঞ্জলি দিই শব্দ কথায়, 

আমায়, একটু সময় দিও 

সুশান্ত আজ তোমার দ্বারে 

তুমি একটু লিখিয়ে নিও। 

———————–//———————

           *🙏🏻সুশান্ত পাড়ুই 🙏🏻*

0 thoughts on “সুশান্ত আজ তোমার দ্বারে – সুশান্ত পাড়ুই”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *