Spread the love

            মানুষ_করে_পাঠিও_না
                   ✍️সুশান্ত পাড়ুই
                      

ও বাগদেবী দুঃখ হেব্বি বুদ্ধিজীবী পাড়ায় খুব
পানশালা তো খোলাই আছে চোলাই টেনে দিই গো ডুব।

পাঠশালাতে ঝুলছে তালা শিখছি নেটে ঝপাং ঝপ
বেশি শিখেই লাভ কি বলো ভাজতে যখন হবেই চপ।

কারখানা সব গুটিয়ে নিয়ে পালিয়ে গেছে বনিক দল
যাও বা কিছু আছে এখন তাও তো আবার খুড়োর কল!

চোখের জলে পূর্ণ হলো সেদিন যাদের অভিলাষ
তাদের চোখের জলেই হবে সেই ভেড়িতে মাছের চাষ।

তার চে মা’গো বর্তমানে সবচে বেশি প্রায়োরিটি
সব যুব-কে বানিয়ে দিও চেতনাহীন গিরগিটি।

ঘুরিয়ে ছড়ি লেগে পড়ি কামাই বরং টু-প্রাইস
বুঝলে বিপদ কেটে পড়ি একটু করি ফরমাইস।

ও বাগদেবী দাও মা শক্তি করো আমায় বুদ্ধিহীন
ভিজিয়ে গলা একটু সুরায় ভিক্ষা ভাতায় কাটুক দিন।

আজ বাঙালি খুব কাঙালি বেবাক-গুর্ব খুব লোলুপ
“ও রাজা তোর কাপড় কোথায়” সেই ছেলেটাও আজকে চুপ।

পড়ব না আর এম.এ, বি.এ পড়েও যখন চাকরি নাই
উন্নয়নের এই জোয়ারে ভাসিয়ে দিলাম নৌকা তাই।

ও বাগদেবী দুঃখ হেব্বি পড়াশোনায় খাটিও না
পারো যদি আর-জন্মে মানুষ করে পাঠিও না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *