Spread the love

কবিতা —বিষ-টি ভারি মিস-টি
কলমে —সুশান্ত পাড়ুই
————————–//——————

ঝমঝম ঝিমঝিম ঝরে চলে বিষ-টি
পনপন শনশন হাওয়া বয় মিস-টি ।
ঘ্যানঘ্যান প্যানপ্যান ব্যাঙ ডাকে চেঁচিয়ে
কড়কড় গড়গড় বাজ পড়ে খেঁচিয়ে।

বনবন করে মাথা ঘোরে বন-বনিয়ে
ভনভন মউ-মাছি ওড়ে ভন-ভনিয়ে ।
হনহন চাষীভাই ছোটে কাদা মাড়িয়ে
রিমঝিম নাচ গান মন যায় হারিয়ে।

ঘেউঘেউ তুলে ঢেউ ঝাঁপ দিয়ে পুকুরে
টুবটুব দেয় ডুব এক দল কুকুরে।
প্যাঁকপ্যাঁক পাতিহাঁস সুর তুলে সাঁতরে
নড়েচড়ে গড়ে গড়ে বাড়ি ফেরে কাতরে।

টকটক ঠকঠক ঠোকে কাঠ-ঠোকরা
ফ্যালফ্যাল তার পানে চেয়ে রয় ছোকরা।
কলকল ঢোকে জল বান ডাকে নদীতে
পচপচ বড়োবাবু পান খান গদিতে।

টুংটাং ঠুংঠাং সুর বাজে গিটারে
চুপচাপ চোখ বুজে সাজে মন মিটারে।
আলফাল আগোছাল আসে যাই মাথা তে
খ্যাচাখ্যাচ কবি তাই লিখে ফেলে খাতা তে।
—————————-//————————–
               🙏🏻সুশান্ত পাড়ুই 🙏🏻

One thought on “বিষ-টি ভারি মিস-টি —সুশান্ত পাড়ুই”
  1. ছন্দময় কবিতা বিষ-টি ভারী মিস-টি মনে দোলা দিয়ে গেল। অভিনন্দন পাড়ুইদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *