Spread the love

“তেলে তালে বেতাল”
হান্নান বিশ্বাস

তেলে তালে বেতাল হল
আমার সোনার দেশ,
জ্বালানি আর রাম কেলানির
স্বীকার অবশেষ।

গণতন্ত্র আজব যন্ত্র
পিষায় করার কল,
চালক যেন বালক সেজে
পিষছে সাহস বল।

ঘুর্ণিপাকে, ঘোর বিপাকে
কচি-কাঁচা মন,
স্রোত বিহনে কোন বাহনে
দেশের মানুষ জন?

আসল নকল নকল আসল
ছায়া বাজির খেলা,
ফোকরা যখন গণতন্ত্র
চলবে এমন মেলা।

সত্য মিথ্যা মিথ্যা সত্যের
তফাত খুঁজে মরা,
মনের মাঝেই ঘুঘুর বাসা
খড়-কুটোতে ভরা।

সাফাই কারী সমন জারী
করবে যত সব,
আঁধার কালোয় নিভে যাবে
আলোর কল-রব।

Best seller 100 hot books available in amazon site.

One thought on “তেলে তালে বেতাল- হান্নান বিশ্বাস”
  1. দারুন হান্নান ভাই। লেখাটা সত্যিই একটা ভালো কবির মতো। চালিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *