Spread the love

………… ডাকছে সিলেট……..

    ফরমান সেখ

আজকে সিলেট বন্যায় ডুবে
অসহায় হয়ে কাঁদে,
কেমনে যে তুমি খুশি আনন্দে
সুখে বসে থাকো ছাদে।
নেমে এসে আজ একটু দাড়াও
সিলেট বাসীর সনে-
অর্থ না হয় শান্তনাতে
সাহস জোগাও মনে।
বন্যায় জলে ওই ভেসে যায়
তোমার সিলেট বাসী,
বাঁচাও তাঁদের টেনে নাও বুকে
একটুকু ভালোবাসি।
অসহায় হয়ে ভাসছে সিলেট
ঝরছে নয়ন জলে,
আজকে যে তারা ভয়াবহ বানে
হারিয়েছে বোধ বল।
দুখের দিনেতে ডাকছে সিলেট
তোমাদের প্রয়োজন।
চেয়ে দেখ আজ কাঁদছে সিলেট
তোমার আপনজন।

0 thoughts on “ডাকছে সিলেট – ফরমান সেখ”
  1. ডাকছে সিলেট — কবিতায় কবি ফরমান
    সেখ সিলেটের বন্যা নিয়ে খুব মর্মস্পশি প্রকাশ ঘটিয়েছন। কিন্তু, পাড়ে এসে তরি ডুবলো কেন? “জলে” /”বল” অন্তমিল হয় না। অসাবধানতা বসত হয়েছে। তিনি এটা ঠিক করে যদি সম্ভব হয় সম্পাদককে অনুরোধ করে (যদিও এভাবে সাধারনত হয় না) এটা ঠিক করে নিন। না হলে লেখার ও লেখকের মান নষ্ট হবে।
    — ঋদেনদিক মিত্রো, কলকাতা, ভারত

    1. ধন্যবাদ…. (জল /বল )হবে টাইপিং করতে গিয়ে ভুল হয়ে গেছে।

    2. Reply এর সূত্র ধরে বলছি সেখ সিলেটের বন‍্যা নিয়ে খুব মর্মস্পর্শি প্রকাশ ঘটিয়েছন নয় ঘটিয়েছেন হবে। এটি printing mistake হয়েছে বলে মনে হয়।

  2. Printing mistake er দিকে আমাদের নজর দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *