কবিতা : তাদের গল্প
[ A Bengali poem like “Tader Golpo” i.e. “The story of them”, written by Shivangini Das, describes the starry sky and related life. ]
——————————-
শিবাঙ্গীনি দাস ( ভারত )
ছাদহীন হচ্ছে তারা..
মাথায় নেই ছাদ, তারা বলছে।
সহসা যায় না তাদের চেনা,
তাদের কী কাহিনী।
অনেক স্বপ্ন আছে তাদের…
তবে সময় নেই তাদের একদন্ড।
কাজ তো করে তারা অনেক,
মাথায় নেই ছাদ তাদের,
তবে মনে আছে চেতনা।
মনটাই তাদের দুঃখে ভরা,
স্বপ্ন গড়ছে মনে-মনে।
——————————–
About the poet :
শিবাঙ্গীনি দাস
( Shivangini Das, poetess in Bengali, English and Hindi, Kolkata, India. )
কলকাতা , ভারত
তিনটি ভাষায় কবিতা লেখেন ( হিন্দি , ইংরেজি ও বাংলা )।