হুমদো ভুতের শ্রাদ্ধ
কলমে —✒️সুশান্ত পাড়ুই ✒️
———//———-
হুমদো ভুতের শ্রাদ্ধ হবে
শ্যাওড়া গাছের তলে
ভুতেদের দল পেতনি সকল
জমলো দলে দলে।
বেম্বদত্যি মন্ত্র পড়ে
তিড়িংবিড়িং সুরে
পট্ পটাপট ডাল ভাঙে আর
নাচছে ঘুরে ঘুরে।
ঘোঁতা ভুতে পিন্ডি বানায়
মড়ার খুলির তেলে
গবগবা গব ফেলছে গিলে
মেছো ভুতের ছেলে।
কারোর মাথায় নেই কোনো চুল
নতুন কাপড় পরা
আসল কথা সবার শেষে
মস্ত ভোজন করা।
নিমতলা তে জোর আয়োজন
হরেক রকম ভোজ
যত ভুত আর পেতনি মিলে
করবে প্রীতিভোজ।
পায়রা ছানা চামচিকি আর
আস্ত কোলা ব্যাঙ
শামুক ভাজা টাটকা তাজা
শালিক পাখির ঠ্যাং।
খাবার পরে চড়বড়িয়ে
বাজলো নানান বাদ্য
রাতদুপুরে মিটে গেল
ভুতের বাবার শ্রাদ্ধ।
———–//———-