• Thu. Aug 18th, 2022

সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে স্মারক সংখ্যায় শ্রদ্ধাঞ্জলি অর্পণে : কবি শুভ্রা ভট্টাচার্য্য

শিরোনাম: রবে তুমি মননে
কলমে: শুভ্রা ভট্টাচার্য

????????

অনুজীবের করাল গ্রাসে
সুরেলা জীবনে ছন্দপতন,
দীপাবলির মধ্যাহ্নে সূর্য্যাস্ত
আঁধার ঘনায়ে নক্ষত্রপতন!

তবে মৃত্যুই শেষ কথা নয়
মরণ পারে নব অধ্যায় রয়,
শরীরী খোলস ত্যাগের পর
হবে উন্মোচিত অমরত্ব দোর।

মহান সৃষ্টি কীর্তি সৃজন রবে
মোদের চেতনে মননে নীরবে,
প্রাতঃস্মরনীয় অমূল্য অবদান
সকল হৃদয়ে সদা বিরাজমান।

বটবৃক্ষটি শুকায়ে গেলেও
রয়ে যাবে তার গভীর শিকড়,
দেশে বিদেশে শিল্প সংস্কৃতির
আনাচে কানাচের ভিতর।

তুমি এমন জীবন করিলে গঠন
ত্যাজিছ দেহ কাঁদিছে এ ভুবন,
সুকর্মে মহতী আত্মা অমর সদাই
তোমার আছে জন্ম, মৃত্যু নাই।

জানাই প্রণতি তোমায় হে মহান
শিল্পী তুমি বহুমুখী প্রতিভাবান,
হৃদয়ে মননে সদা বিরাজমান
চিরস্মরণীয় তব অমূল্য অবদান।
#শুভ্রা#

Spread the Kabyapot

Leave a Reply

Your email address will not be published.

আপনার প্রদেয় বিজ্ঞাপনের অর্থে মুদ্রিত কাব্যপট পত্রিকা প্রকাশে সাহায্য করুন [email protected]