আগামী শারদীয়া সংখ্যা ১৪২৯ এর জন্য বিজ্ঞাপন দিতে সত্বর যোগাযোগ করুন 8100481677 নম্বরে। যদি কিছু বিজ্ঞাপন পাওয়া যায় তাহলে সুবিধা হয়। কারণ এবারের ইচ্ছা অন্য রকম। লেখকগণকে সৌজন্য সংখ্যা দেওয়ার ইচ্ছা রয়েছে। তাই বিজ্ঞাপন চাই। অনলাইন kabyapot.com এর জন্য নিয়মিত বিজ্ঞাপন দিতে পারেন। তাহলে পত্রিকা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। পত্রিকা থেকে সংগ্রীহিত অর্থ পত্রিকাতেই ব্যয় করা হবে। বিগত দিনগুলিতে আমরা কোন বিজ্ঞাপন ছাড়া লেখককগণের আর্থিক সাহায্যে এতদিন চলেছে। নির্লজ্জের মতো লেখকের কাছে হাত পাততে হয়েছে। সেই লজ্জার হাত থেকে রেহাই দিতে আপনাদের সহযোগিতা চাই। পত্রিকা নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম আজ আর স্বপ্ন দেখি না। আজকের আর্থ-সামাজিক পরিস্থিতিতে কারো একার পক্ষে এত আর্থিক দায়িত্ব নেওয়া অসম্ভব। পত্রিকাটিকে এগিয়ে নিয়ে চলুন