*ছোটে মন*
*অনুক্ষণ*
*✍️সুশান্ত পাড়ুই*
ফুল রোজ
নেয় খোঁজ
ফোটে পথ-পাশে
সারা রাতি
নিয়ে বাতি
তারাগুলি হাসে।
নানা পাখি
মেলে আঁখি
আকাশের গা’য়
চাঁদ মামা
দেয় হামা
মিঠে হেসে চায় ।
মেঘ রোদ
রাঙা মোদ
রামধনু আঁকা
গোধূলি তে
ঘরে বসে
যায় নাকি থাকা!
ফাগ মেখে
যায় ডেকে
প্রজাপতি হেসে
নানা রঙা
মেঘ গুলি
যায় ভেসে ভেসে।
দূরে ওই
চেয়ে রই
মিশে গেছে বন
আকাশের
ওই পারে
ছুটে যায় মন।
আমি শুনি
আনমনে
রাখালের গান
ফুল পাখি
চাঁদ তারা
মেঘ ভাসমান।
সারা বেলা
করি খেলা
ফুলেদের সাথে
ভালোবাসি
রাশি রাশি
মা’র কাছে রাতে।
*✍️সুশান্ত পাড়ুই*